নার্সদের ফিলিপাইন-কেরালার মতো হতে হবে: বিএসএমএমইউ ভিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২২ মে ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সদের ফিলিপাইন ও কেরালার মতো হতে হবে বলে মন্তব্য করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রোববার (২১ মে) বিশ্ব নার্স দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভায় উপাচার্য এসব কথা বলেন। এদিন আলোচনা সভা ছাড়াও র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা বিশ্ব মানবতার প্রতীক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শকে ধারণ করতে হবে। রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ওষুধ খাইয়ে দিতে হবে, রোগীর পালস, শরীরের তাপমাত্রা ঠিক আছে কি না তা প্রতিদিন পরীক্ষা করতে হবে। এ রকম কিছু বিষয় সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই এই বিশ্ববিদ্যালয়ের নার্সদের সুনাম বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।

উপাচার্য বক্তব্যে নার্স আবাসন সমস্যা দূর করা ও পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন। এছাড়াও যেসব নার্স দক্ষতার সঙ্গে রোগীদের সেবা করবেন তাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। এই বিশ্ববিদ্যালয়ের নার্সদের জন্য স্বতন্ত্র ড্রেসের ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএসএমএমইউর সেবা তত্ত্বাবধায়ক খালেদা আক্তারের সভাপতিত্বে ও নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক দেলোয়ারা বেগম, নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি নওরিন আক্তার।

এএএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।