‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেয়ে না রাখা আরও ব্যয়বহুল’
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেয়ে না রাখা আরও ব্যয়বহুল উল্লেখ করে এ রোগ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যপক এ কে আজাদ খান।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা ব্যয়বহুল, না রাখাটা তার থেকেও ব্যয়বহুল। তাই ডায়াবেটিস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলাম্বন করতে হবে। এক্ষেত্রে সচেতনতা তৈরিসহ সামগ্রিক বিষয়ে ডায়াবেটিস সমিতি দেশের হেলথ কেয়ারে পথিকৃতের ভূমিকা পালন করছে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে ডায়াবেটিস রোগী যত আছে, ঠিক সমান সংখ্যক প্রি-ডায়াবেটিস রোগী আছে। পরিসংখ্যান অনুযায়ী তাদের সবার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সচেতনতা জরুরি। এক্ষেত্রে ধর্মীয় নেতারা বড় ভূমিকা পালন করতে পারেন।
এ সময় তিনি ধর্মীয় নেতাদের প্রতি ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠায় জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ভূমিকা স্মরণ করেন। মন্ত্রী তার প্রতি শদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশের চিকিৎসা খাতে ডা. মোহাম্মদ ইব্রাহিমের অবদান অনস্বীকার্য বলেও মন্তব্য করেন তিনি।
‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থ দেহ, সুস্থ মন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হচ্ছে। এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক এ কে আজাদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী। এ সময় আদর্শ ডায়াবেটিক রোগীদের মধ্যে অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সকাল সাড়ে ৮টয় বারডেম কার পার্কিংয়ের থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএস’র বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ‘কান্তি’র বিশেষ প্রকাশনা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়। পাশাপাশি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল দিবসটি উপলক্ষে হ্রাসকৃতমূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করেছে। সমিতির অন্যান্য প্রতিষ্ঠানও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এএএম/কেএসআর/এএসএম