১১ অধ্যাপকের বদলির আদেশ স্থগিতের আবদার নামঞ্জুর
সহকারী অধ্যাপক পদমর্যাদার ১১ চিকিৎসক যারা রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের বদলি/পদায়নের আদেশ জারি করে নির্ধারিত দিনক্ষণের মধ্যে কর্মস্থলে যোগদানের নিদের্শনা প্রদান করে। কিন্তু তারা নির্দেশ অমান্য করে উল্টো বদলি/পদায়নের আদেশ স্থগিত করার আবদার জানান! স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সেই আবদার তথা আবেদন নামঞ্জুর করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল অধিশাখা-১ এর উপসচিব মইনউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক নির্দেশনায় সোমবার তাদের বদলির আদেশ স্থগিতের আবেদন নামঞ্জুর করা হয়।
নির্দেশনায় ১১ জনের ৯ চিকিৎসককে পূর্বে আদেশকৃত বিভিন্ন তারিখ হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত ও দুইজন আগামীকাল (মঙ্গলবার) থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে নির্দেশনা জারি হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকে আগামী তিনদিনের মধ্যে তারা স্ব স্ব কর্মস্থলে যোগদান করলেন কিনা তা জানাতে নির্দেশনা জারি হয়।
ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের ডা. মো. মুকিতুল হুদাকে খুলনা মেডিকেল কলেজের একই বিভাগে বদলি করা হয়। স্বাস্থ্য অধিদফতরে ওএসডিকৃত ও ঢামেকে নেফ্রোলজি বিভাগে সংযুক্ত ডা. মো. ফেরদৌস কামাল ভূঁইয়াকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের একই বিভাগে, স্বাস্থ্য অধিদফতরে ওএসডিকৃত ডেন্টিস্ট্রির ডা. শরিফুল ইসলামকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের একই বিভাগে সংযুক্ত, ঢামেক ফার্মাকোলজি বিভাগের ডা. হাসানুর রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজের একই বিভাগে, স্বাস্থ্য অধিদফতরে ওএসডিকৃত ও শহীদ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজে প্রস্থডনটিক্স বিভাগে সংযুক্ত ডা. শিব্বির আহমেদ ওসমানিকে ঢাকা ডেন্টাল কলেজের একই বিভাগে, ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থডনটিক্স বিভাগের ডা. ফারুক নাহারকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে শহীদ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজে প্রস্থডনটিক্স বিভাগে সংযুক্ত, স্বাস্থ্য অধিদফতরে ওএসডিকৃত ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সংযুক্ত ডা. মো. আনিসুর রহমানকে ঢামেক চক্ষু বিভাগে, রংপুর কমিউনিটি মেডিসিন বিভাগের ডা. মো. নওশাদুজ্জামানকে যশোর মেডিকেল কলেজের একই বিভাগে, রামেকের শিশু বিভাগের ডা. আজগার হোসেনকে যশোর মেডিকেল কলেজে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কর্নিয়া বিভাগের ডা. মো. তরিকুল আলমকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সংযুক্ত ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের শিশু অফথালমোলজি বিভাগের ডা. মো. আশিকুর রহমান আকন্দকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে শেরে বাংলা মেডিকেল কলেজে বদলি করা হয়।
এমইউ/এসএইচএস/এবিএস