প্রি-ডায়াবেটিস রোগীদের রক্ষা করা গেলে সাশ্রয় হবে ১ লাখ কোটি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে ২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২ কোটি মানুষ প্রি-ডায়াবেটিস রোগে ভুগছেন। প্রি-ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের যদি এ রোগ থেকে রক্ষা করা যায় তবে দেশে প্রতিবছর ১ লাখ কোটি টাকা সাশ্রয় হবে।
রোববার (২০ নভেম্বর) সকালে বিএসএমএমইউয়ের এ ব্লক মিলনায়তনে ডায়াবেটিস দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, ডায়বেটিস নিয়ন্ত্রণে শরীর চর্চা, খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শরীর চর্চার জন্য যতদ্রুত সম্ভব জিমনেসিয়াম নির্মাণ করা হবে। আমাদের জিহ্বায় যা ভাল লাগে তার অধিকাংশ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। এক কথায় জীবনাচার নিয়ন্ত্রণে রাখলে ডায়বেটিস প্রতিকারের পাশাপাশি প্রতিরোধও সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম, নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফজলুল সেলিম, অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী।
এএএম/এমএইচআর/জেআইএম