অভিযানে বন্ধ ৫৩৮টি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৯ মে ২০২২
রাজধানীর একটি হাসপাতালে অভিযান

তিনদিনে সারাদেশে অনিবন্ধিত ৫৩৮টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন জানিয়েছেন। এর মধ্যে ঢাকায়ই ১৬৪টি অনিবন্ধিত স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।

রোববার (২৯ মে) বিকেলে অধ্যাপক বেলাল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে আমরা এখন পর্যন্ত ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি। অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার যেন গড়ে না ওঠে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাছে এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এই কর্মকর্তা বলেন, ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কাজ করছে।

এছাড়াও ঢাকায় ভোক্তা-অধিকার অধিদপ্তরের দুটি টিম অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধসামগ্রী রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে বলে জানান তিনি।

এএএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।