চাঁনখারপুলে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৯ মে ২০২২

স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৯ মে) দুপুরে সাড়ে ১২টায় চাঁনখারপুল এলাকায় মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাকটিভ ডায়াগনস্টিক সেন্টারে মাধ্যমে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

No description available.

অভিযানে মেয়াদোত্তীর্ণ গ্লুকোজ, জেল ও রক্তের ব্যাগে মেয়াদের তারিখ না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান হলো অ্যাকটিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার।

অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, অ্যাকটিভ ব্লাড ব্যাংককে মেয়াদোত্তীর্ণ ইকো জেল ও রক্তের ব্যাগে মেয়াদের তারিখ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেয়াদোত্তীর্ণ স্ট্যান্ডার্ড গ্লুকোজ পাওয়ায় মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা।

তিনি বলেন, আমরা হাসপাতালের নিবন্ধনের কাগজপত্র, ব্যবহৃত জিনিসপত্রের মেয়াদ আছে কিনা সেগুলো যাচাই করেছি। এখানে আমরা দেখেছি, ব্লাডের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এছাড়া মেয়াদোত্তীর্ণ জেল এখানে পাওয়া গেছে।

এএএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।