মেয়াদোত্তীর্ণ ওষুধ-কিট রাখায় ডগমা হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৯ মে ২০২২
বাড্ডার ডগমা হাসপাতালে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কিট রাখার অপরাধে রাজধানীর বাড্ডার ডগমা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৯ মে) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান চলে।

ফাহমিনা আক্তার জানান, এই হাসপাতালের লাইসেন্সসহ কাগজপত্র ঠিক আছে। কিন্তু তাদের ফার্মেসিতে ওষুধ এবং ল্যাবে কিট মেয়াদোত্তীর্ণ। কিছু ওষুধ-কিট এক বছরেরও বেশি মেয়াদোত্তীর্ণ। সেজন্য তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ডগমা হাসপাতালের ম্যানেজার মো. আব্দুল লতিফ বলেন, যে কিট ছিল সেগুলো ব্যবহার হতো না, তবে আমাদের যে ভুল ছিল তা মেনে নিয়ে জরিমানা দিয়েছি।

jagonews24

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের আলটিমেটাম শেষ হওয়ার পর দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

গত ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়। এসময়ের মধ্যে ক্লিনিক বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়।

এরপর ৭২ ঘণ্টা অতিক্রম হওয়ার পরই শনিবার দেশের বিভিন্ন স্থানে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এইচএআর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।