করোনায় আজও মৃত্যু নেই, শনাক্ত ৩০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৯ মে ২০২২
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে টানা ১৯ দিন করোনায় মৃত্যুশূন্য থাকলো দেশ।

সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ৩০ জনসহ দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জনে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয় ২৩ জন।

এর আগে গত ২০ এপ্রিল সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে।

সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ২৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৪৫৫টি। আর ল্যাবে পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৩টি নমুনা। পরীক্ষার নমুনা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এমপি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।