স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

ভারতের বিখ্যাত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইএএমএসএমই অব ইন্ডিয়া এবং এশিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এর প্রতিনিধিরা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত করেছেন। মঙ্গলবার এর ৮ সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন প্রতিনিধি দলটি।

আইএএমএসএমই-এর চেয়ারম্যান রাজীব ঢাওলা এবং এশিয়ান ইনস্টিটিউটের চেয়ারম্যান পদ্মভূষণ ডা. নরেন্দ্র কুমার পান্ডে এই দলের নেতৃত্ব দেন। ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে হাসপাতাল ও ডায়াগনস্টিট সেন্টার স্থাপনের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী তাঁদেরকে গরিব ও সাধারণ মানুষের জন্য সহজে ও কম খরচে বিশেষায়িত চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিতে আহ্বান জানান।

এমইউ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।