বিএসএমএমইউ ভিসির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান ভুটানকে মেডিক্যাল শিক্ষা ও চিকিৎসায় সেবায় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। সোমবার দুপুরে ভুটানের রাষ্ট্রদূত পেমা কোদেন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সঙ্গে তাঁর কার্যালয়ে করতে গেলে তিনি এ আশ্বাস দেন।
এসময় অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভুটানের মেডিক্যাল শিক্ষা, চিকিৎসা সেবায় সহায়তা প্রদান; বিশেষ করে ভুটান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আসা রোগীদের অতি যত্নের সঙ্গে বিশেষভাবে চিকিৎসাসেবা দেয়া হবে।
গুরুত্বপূর্ণ এ সাক্ষাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, সাবেক প্রক্টর অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ভুটান দূতাবাসের কাউন্সিলর কারমা ওয়াংজুম প্রমুখ।
এমইউ/এসএইচএস/আরআইপি