একদিনে ১২৭৫৭ জন করোনামুক্ত
দেশে করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার হার বাড়ছে। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জনে। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৪ শতাংশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ১২ হাজার ৭৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগে সাত হাজার ৮৯৩ জন, চট্টগ্রামে দুই হাজার ৪৭২ জন, রংপুরে ২৫০ জন, খুলনায় ৯৯৩ জন, বরিশালে ২১৭ জন, রাজশাহীতে ৫২৩ জন, সিলেটে ১২৫ জন এবং ময়মনসিংহে ২৮৪ জন সুস্থ হয়েছেন।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সর্বশেষ বুধবার (১৬ ফেব্রুয়ারি) নতুন করে ৩ হাজার ৯২৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৮ হাজার ৮৯৭ জনের মৃত্যু হয়েছে।
এমইউ/এমএএইচ/জেআইএম