দন্ত চিকিৎসার মান উন্নয়নের কথা বললেন বিশেষজ্ঞরা


প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

অভিজ্ঞ দন্ত বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমে দেশের দন্ত চিকিৎসার মান উন্নয়ন করতে হবে বলে মনে করেন দেশ-বিদেশের দন্ত চিকিৎসক এবং শিক্ষার্থীরা।

শনিবার রাজধানীর একটি হোটেলে দন্ত চিকিৎসা বিষয়ক একটি বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এমন মন্তব্য করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হেলথ সাইন্স ইউনিভাসিটি অফ হোক্কাইডো এর ডীন প্রফেসর তাকাশি সাইতো।

সেমিনারে ‘সংক্ষিপ্ত হস্তক্ষেপের মাধ্যমে দন্ত শৈলীর নন্দনতত্ত্ব’ ও নান্দনিক হাসির নিমিত্ত্বে নকশাকত্ত্ব’ বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখেন সিটি ডেন্টাল কলেজের অ্যাডভাইজার ডা. মোস্তাক এইচ সাত্তার।

সেমিনারে জাপানে পিএইচডি তৃতীয় বর্ষে অধ্যয়নরত সিটি ডেন্টাল কলেজের দুইজন দন্ত চিকিৎসক ডা. মো. রিয়াসাত হাসান এবং ডা. আকাশলীন বদরুদ্দেজা দিঠি তাদের গবেষণার ওপর বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন সিটি ডেন্টাল কলেজের প্রজেক্ট ডিরেক্টর ও চেয়ারম্যান প্রফেসর এ এস এম বদরুদ্দোজা প্রমুখ।

এএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।