দেশে কোন টিকা কত ডোজ দেওয়া হলো

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। দেশে প্রথম পর্যায়ে গণটিকাদান শুরু হয় ওই বছরের ৭ ফেব্রুয়ারি। ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এ কর্মযজ্ঞ শুরু হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে ফাইজার, মডার্না, সিনোফার্ম এবং সিনোভ্যাকের টিকাদান করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত প্রায় এক বছরে (২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে এ বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত) দেশে ১৫ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৬০৪ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ৯ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩২১ জন, দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৫৩৮ জন এবং বুস্টার ডোজের টিকা নিয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন।

দেশে কোন টিকা কত ডোজ দেওয়া হলো:
এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ১ কোটি ৮৮ লাখ ৩ হাজার ৪১৬ জন প্রথম ডোজ, ৮৯ লাখ ৪৪ হাজার ৯৫৬ জন দ্বিতীয় ডোজ এবং ৫ লাখ ৭৫ হাজার ৪৮৬ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

ফাইজারের টিকা নিয়েছেন ২ কোটি ৯ লাখ ৪ হাজার ২৭৭ জন। এর মধ্যে ১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৪৩৩ জন প্রথম ডোজ, ৩৭ লাখ ২৪ হাজার ৬২ জন দ্বিতীয় ডোজের এবং ৩ লাখ ৯ হাজার ৭৮২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

সিনোফার্মের টিকা নিয়েছেন ৫ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৭৭২ জন। এর মধ্যে ৫ কোটি ৯ লাখ ৯১ হাজার ৯২৮ জন প্রথম ডোজ, ৩৭ লাখ ২৪ হাজার ৬২ জন দ্বিতীয় ডোজ এবং ৩ লাখ ৯ হাজার ৭৮২ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়।

মডার্নার টিকা নিয়েছেন ৬০ লাখ ৫৪ হাজার ৬১ জন। এর মধ্যে ৩০ লাখ ৯ হাজার ৩৭ জন প্রথম ডোজ, ২৬ লাখ ৬৪ হাজার ৮৫০ জন দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৪৭৭ জন।

এ পর্যন্ত সিনোভ্যাকের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে ২৬ লাখ ৬৩ হাজার ২০২ জন প্রথম ডোজ, ২৬ লাখ ৬৪ হাজার ৮৫০ জন দ্বিতীয় ডোজ এবং ৩ লাখ ৭৯ হাজার ৪৭৭ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।

এমইউ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।