চট্টগ্রামে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ জন। এসময় পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৮৪ জনে। আর মৃতের সংখ্যা এক হাজার ৩৩২ জনে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১১ জনের দেহে শনাক্ত হয় করোনা।
পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৮৬ শতাংশ। শনাক্তদের মধ্যে আটজন নগরের এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, অ্যান্টিজেন টেস্টে দুজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে একজনের শরীরে করোনা শনাক্ত হয়।
মিজানুর রহমান/জেডএইচ/জেআইএম