করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

অডিও শুনুন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭৭ জন।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার পাঁচজন। আর মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনে।

বিজ্ঞাপন

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন পুরুষ ও দুইজন নারী। এ সময়ে ঢাকায় দুই, রাজশাহী ও ময়মনসিংহে একজন করে মারা যান। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৯ হাজার ২২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৭২০ জন।

এমইউ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।