২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য ঢাকাসহ চার বিভাগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৬ অক্টোবর ২০২১
ফাইল ছবি

দেশে ক্রমেই কমছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে।তবে, এ দিন দেশের আট বিভাগের মধ্যে ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী একজন। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আর ২৬ অক্টোবর পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬৫১ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৪১ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৫৯৩ জন, বরিশাল বিভাগে ৯৪৫ জন, সিলেট বিভাগে ১ হাজার ২৬৪ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৬৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮৪৩ জন মারা গেছেন।

এমইউ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।