চিকিৎসকদের অবহেলা সহ্য করা হবে না


প্রকাশিত: ০২:১১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫

জনগণের স্বাস্থ্যসেবায় চিকিৎসক এবং নার্সদের কোনো অবহেলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকেলে তিনি সিরাজগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের তত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের  সঙ্গে এক সভায় মিলিত হয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্যকমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলোতে সকলের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি তাদের দায়িত্ব অবহেলা করেন, তাহলে তাদের কোনো ক্ষমা করা হবে না।

সেবার মনোভাব রেখে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল­াল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিজয় কুমার মন্ডল, উপ-বিভাগীয় প্রকৌশলী এ এইচএম শাহারিয়ার, জেলা সিভিল সার্জন ডা. দেবপদ রায় উপস্থিত ছিলেন।

বাদল ভৌমিক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।