র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের পর্যাপ্ত মজুত রয়েছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৬ জুন ২০২১

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ- সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, রাজধানীসহ সারাদেশে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের পর্যাপ্ত মজুত রয়েছে।

তিনি বলেন, যাদের করোনার সুনির্দিষ্ট উপসর্গ আছে তাদের বেলায়ই এ টেস্টটি করতে হয়। এটি একটি কার্যকর পরীক্ষা। যার নিশ্চিত করোনা আছে তিনি এ পরীক্ষা করলে নিশ্চিত পজিটিভ আসবে।

বুধবার (১৬ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের একটি অংশে ফলস নেগেটিভও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আরটিপিসিআর পরীক্ষাটি করতে হয়। দ্বিতীয়বার পরীক্ষার প্রয়োজন হয় বলে অনেকেই এ পরীক্ষা করার ক্ষেত্রে আগ্রহ ধরে রাখতে পারেন না। কিন্তু চিকিৎসার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের ৬৪ জেলা ও ৪৯২টি উপজেলায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট সরবরাহ করা হয়েছে। প্রয়োজন হলে আরও দেয়া হবে বলে তিনি জানান।

এমইউ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।