নার্সিং প্রতিষ্ঠানে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

সেবা অধিদফতরের ৮৮টি নার্সিং প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৭টি বিএসসি ইন নার্সিং কলেজে ৭০০টি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ২ হাজার ৫৮০টি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ৯৫০টি আসনে চূড়ান্তভাবে নির্বাচিতদের নামের তালিকা বুধবার সেবা অধিদফতরের ওয়েবসাইটে (www.dns.gov.bd/Result) প্রকাশিত হয়েছে।

প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা ও কোটার ভিত্তিতে বুধবার ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন সেবা অধিদফতরের ভারপ্রাপ্ত উপ পরিচালক (শিক্ষা) নিলুফার ফরহাদ।

তিনি জানান, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট নার্সিং ইনস্টিটিউটে আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা থেকে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।

নার্সিং এর কোন কোর্সে যেন আসন শূন্য না থাকে সে লক্ষ্যে এবার অপেক্ষমান তালিকায় অধিক শিক্ষার্থী রাখা হয়েছে।  জিপিএ’র পরিবর্তে নতুন নিয়মে গত শুক্রবার লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় মোট  ২০ সহস্রাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিএসএসসি ইন নার্সিং কোর্সে ৪ হাজার ৯১৬ জন, ডিপ্লোমা ইননার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ১৫ হাজার ৮০৭ জন ও  ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ৩ হাজার ৭৩৭ জন আবেদন করলেও পরীক্ষার হলে শতকরা ৩০ ভাগ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এমইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।