নাক, কান, গলা ইনস্টিটিউটের সেবা সপ্তাহ উদ্বোধন


প্রকাশিত: ১০:৩৪ এএম, ৩০ নভেম্বর ২০১৫

শুধু সাত দিন নয়, সারা বছর সেবা দেয়ার আহ্বান জানিয়ে নাক, কান, গলা ইনস্টিটিউটের সেবা সপ্তাহ উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার দুপুরে তেজগাঁওয়ে আবস্থিত জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটে সাত দিনব্যাপী (৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর)  বিজয়ের মাস উপলক্ষে সেবা সপ্তাহ উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

ডাক্তারদের উদ্দ্যেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গরীব এবং মধ্যবিত্ত মানুষ সরকারি হাসপাতালে আপনাদের কাছে আসে সেবার জন্য। বড় লোকরা সরকারি হাসপাতালে আসেন না।

তিনি বলেন, দেশে প্রতিটা রোগের জন্য আলাদা আলাদা হাসপাতাল রয়েছে। দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি করেছে।

নাক, কান, গলা ইনস্টিটিউটকে পর্যায়ক্রমে ২৫০ শয্যা হাসপাতালে রুপান্তরিত করার কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী।

নাক, কান, গলা ইনস্টিটিউটের সেবা সপ্তাহ উদ্বোধন ও সংবাদ সম্মেললনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

এএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।