বঙ্গবন্ধুর জন্ম না হলে এই পর্যায়ে থাকতাম না : বিএসএমএমইউ ভিসি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৫ এপ্রিল ২০২১
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা যারা বিএসএমএমইউয়ে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা কর্মরত আছি, তারা সবাই সৌভাগ্যবান। কারণ জাতির পিতার নামে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে আমরা কর্মরত। আমাদের মনে রাখতে হবে, তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর বাংলাদেশ না হলে আমরা সবাই আজকের এই পর্যায়ে থাকতে পারতাম না।’

রোববার (২৫ এপ্রিল) সকালে শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দায়িত্ব এবং কাজকর্ম বিভিন্ন প্রতিষ্ঠান অনুসরণ করে। তাই আমরা যেন আমাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করি।’

এদিকে উপাচার্য তার কার্যালয়ে প্রশাসনিক সভা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং সেক্টর কর্মসূচিভুক্ত ওপিসমূহের এডিপি বাস্তবায়নের অগ্রগতিসহ এক পর্যালোচনা সভায় জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন। এছাড়া শহীদ ডা. মিল্টন হলে জার্নাল, গবেষণামূলক আন্তর্জাতিক মানের প্রবন্ধসহ প্রকাশনা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলাদাভাবে ৩টি সভায় অংশগ্রহণ করেন তিনি।

এমইউ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।