মেডিকেলে অপেক্ষমাণ তালিকা থেকে সুযোগ পেলেন ১৫২ শিক্ষার্থী


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ পেলেন ১৫২ শিক্ষার্থী। তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে এবং আসন শূন্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে। তাদের ভর্তি প্রক্রিয়া ২৯ নভেম্বর শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ১৪ নভেম্বরের মধ্যে ভর্তি না হওয়ায় ও ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ২য় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মেডিকেল ও ডেন্টাল কলেজে মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে তৃতীয় দফা মাইগ্রেশনের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।