বিএসএমএমইউতে পঞ্চম দিনে টিকা নিলেন ১৮৩৪ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বুধবার পঞ্চম দিনের মতো করোনার টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। আজ টিকা নিয়েছেন ১ হাজার ৮৩৪ জন। এ নিয়ে বিএসএমএমইউ থেকে মোট প্রায় ৫ হাজার জন টিকা নিলেন।

বুধবার রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বিএসএমএমইউয়ের কনভেনশন সেন্টারে ৮টি বুথে (পুরাতন শেরাটন হোটেলের উত্তর দিকে) করোনার টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে ১ হাজার ৮৩৪ জন টিকা নেন। গতকাল টিকা নিয়েছিলেন ১ হাজার ৪৯৭ জন । এর আগে গত ২৮ জানুয়ারি প্রথম দিন ১৯৯ জন টিকা নিয়েছিলেন। সবমিলিয়ে এই সেন্টারে করোনার টিকা নিয়েছেন ৪ হাজার ৯৮৮ জন।

করোনার টিকাদান কার্যক্রমের পঞ্চম দিনেও বিচারপতি, সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ দেশের বিশিষ্ট জনেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টিকা নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া টিকা নিয়ে বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিএসএমএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত পরিচালক ডা. মো. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।