রাজধানীতে ডেঙ্গু জ্বরে তরুণীর মৃত্যু


প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৫ নভেম্বর ২০১৫

রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাবানা (২৬) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। জানা গেছে শনিবার সকাল সাড়ে ৯টায় শাবানা পুরোনো ঢাকার স্যার সলিমুল্ল্যাহ মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ সেল ইনচার্জ ডা. আয়েশা আক্তারের কাছে জানতে চাইলে তিনি শাবানার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শাবানার বাবার নাম আশরাফুল আলম। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা।  

চলতি বছর এ নিয়ে ডেঙ্গু জ্বরে পাঁচ জনের মৃত্যু হলো। সেইসঙ্গে এ পর্যন্ত ২ হাজার ৯৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান ডা. আয়েশা আক্তার।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।