বাংলাদেশ ক্যান্সার কংগ্রেসের উদ্বোধন সোমবার
আনকোলজি ক্লাব, বাংলাদেশের (সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট, বাংলাদেশ চ্যাপ্টার) উদ্যোগে সোমবার থেকে দুদিনব্যাপী বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস-২০১৫ শুরু হচ্ছে।
রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিতব্য এ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আবদুল মালেক।
সভাপতিত্ব করবেন অনকোলজি ক্লাব ও অর্গানাইজিং কমিটির (বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস-২০১৫) সভাপতি ও অধ্যাপক এম এ হাই।
আয়োজকরা জানান, দুদিনব্যাপী এই আন্তজার্তিক সম্মেলনে অষ্ট্রেলিয়া মেলবোর্নের পিটার ম্যাককলাম ক্যান্সার সেন্টার, লন্ডন ও ইউকে’ রয়েল মারসডেন হাসপাতাল, সিঙ্গাপুরের পার্কওয়ে ক্যান্সার সেন্টার, ন্যাশনাল ক্যান্সার সেন্টার ও ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল, ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতাল, ইউনিভার্সিটি অব পেশওয়ার, পাকিস্তান, নেপালের ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার ও মালয়েশিয়ার ন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ক্যান্সার বিশেষজ্ঞ, বৈজ্ঞানিক ও গবেষকরা উপস্থিত থাকবেন।
বর্তমানে ক্যান্সার বিশ্বে দ্বিতীয় মরণব্যাধি। বাংলাদেশসহ উন্নয়নশীল বিভিন্ন দেশে এ রোগের ক্রমবর্ধমান হার উদ্বেগজনক। বাংলাদেশে বিপুল সংখ্যক ক্যান্সার রোগী থাকলেও অধিকাংশই এখনও চিকিৎসা আওতার বাইরে।
জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের রেডিয়েশন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও রেজিস্ট্রেশন সাব কমিটি (বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস-২০১৫) এর সদস্য সচিব ডা. মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এ সম্মেলন বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার আধুনিকায়ন, দক্ষ বিশেষজ্ঞ তৈরি, প্রতিরোধে পরিকল্পনা প্রণয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে বিভিন্ন দেশের ২০ থেকে ২২ জন বিদেশি ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক আসবেন বলে তিনি জানান।
এমইউ/একে/আরআইপি