স্বাচিপের কাউন্সিল অধিবেশন মুলতবি ঘোষণা


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৩ নভেম্বর ২০১৫

স্বাচিপের কাউন্সিল অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান অধিবেশন মঞ্চ থেকে মুলতবির ঘোষণা দেন। একই সঙ্গে আগের কার্যকারি পরিষদ ভেঙে দেয়া হয়েছে।

জানা গেছে, স্বাচিপ সভাপতি মহাসচিব কে হবেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন ইঙ্গিত না দেয়ায় সংগঠনের নেতারা অধিবেশন মুলতবির সিদ্ধান্ত নিয়েছে। কেননা সংগঠনের নেতা-কর্মীদের দাবি স্বাচিপের কাণ্ডারী কে হবেন তা প্রধানমন্ত্রী নিজে নির্ধারণ করে দেবেন।



এমইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।