নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

নাটোরে মহান বিজয় দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ বসিয়ে সেবা দিয়েছে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল। দিনব্যাপী এই আয়োজনে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।

নাটোর সদরের চাঁদপুরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি এই মেডিকেল ক্যাম্পের সেবা কার্যক্রম চলে।

Inner-(2).jpg

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার বলেন, মহান বিজয় দিবসে প্রাণ-আরএফএল গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এই ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

আগামীতে এ ধরনের কার্যক্রম আরও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

Inner-(2).jpg

আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের সমন্বয়কারী ডা. রাজিব উল ইসলাম বলেন, বিজয় দিবস উপলক্ষে এ হাসপাতালে সব ধরনের প্যাথলজিক্যাল টেস্টে ৩২ শতাংশ ছাড় দেয়া হয়। এছাড়া ইউরিন, ডায়াবেটিস ও হেপাটাইটিস বি- এ তিনটি পরীক্ষা বিনামূল্যে করা হয়।

শিশু, মেডিসিন, নিউরোলজি, নাক কান গলা, ইউরোলজি, গাইনি বিশেষজ্ঞসহ ১০ জন চিকিৎসক এই মেডিকেল ক্যাম্পে রোগী দেখার কাজে নিয়োজিত ছিলেন।

এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।