সাবেক পরিচালকদের সম্মাননা দিল হৃদরোগ ইনস্টিটিউট
সাবেক নয় পরিচালককে সম্মাননা দিয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। বৃহস্পতিবার ইনস্টিটিউটের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালকদের উত্তরীয় পরিয়ে দেয়ার পাশাপাশি ক্রেস্ট প্রদান এবং উপহার দেয়া হয়।
সম্মাননা প্রাপ্য সাবেক পরিচালকরা হলেন- অধ্যাপক আবু জাফর, অধ্যাপক এম এ জামান, অধ্যাপক এম জালাল উদ্দিন, অধ্যাপক এম নজরুল ইসলাম, অধ্যাপক সুফিয়া রহমান (প্রফেসর এমিরিটাস), অধ্যাপক এ ওয়াই এফ এলাহী চৌধুরী, অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ, অধ্যাপক আবুল হোসেইন খাঁন চৌধুরী, অধ্যাপক আব্দুল্লাহ আল সাফী মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের বর্তমান পরিচালক অধ্যাপক এস টি এম আবু আজম। সাবেক পরিচালক অধ্যাপক এম এ জামান স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, কর্মজীবনের অনেকখানি সময় এখানে কাটিয়েছি। তখন এত ভবন ছিল না। চিকিৎসক মানুষ আমলাতন্ত্র বুঝতাম না। তাই অনেক দোড়াদৌড়ি করতে হয়েছে। আজ পর্যন্ত ইন্সটিটিউট ভবন নির্মিত হয়নি। হাসপাতালের পাশ দিয়ে যখন যাই তখন একটুর জন্য হলেও তাকিয়ে দেখি কেমন আছে প্রিয় প্রতিষ্ঠান।
ইনস্টিটিউটের বর্তমান পরিচালক অধ্যাপক এস টি এম আবু আজম বলেন, এ রকম একটি সম্মাননা অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানে হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক বিগ্রেডিয়ার (অব,) আব্দুল মালিক (জাতীয় অধ্যাপক) এর হাত ধরে ১৯৮৭ সালের ১ জুলাই হৃদরোগ হাসপাতালের যাত্রা শুরু হয়। সেই থেকে অত্র হাসপাতালে হৃদরোগীদের বিনামূল্যে/স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এ হাসপাতালে স্বল্পমূল্যে এনজিওগ্রাম, স্টেনটিং, পেসমেকার, বাইপাস অপারেশন, ভাল্ব প্রতিস্থাপন, ভাসকুলার সার্জারি করা হয়।
এমইউ/জেডএইচ/আরআইপি