শিশুর কিডনি রোগের সুচিকিৎসার কথা অনেকেরই অজানা


প্রকাশিত: ১০:১৯ এএম, ০১ নভেম্বর ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিশু কিডনি রোগীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ চিকিৎসার সব ধরণের ব্যবস্থা থাকলেও সাধারণ মানুষ এ বিষয়ে খুব একটা জানেন না।

রোববার বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে শিশু কিডনি বিভাগের উদ্যোগে “কনটিনিউয়াস অ্যামবুলাটরি পেরিটোনেল ডায়ালাইসিস” শীর্ষক সিএমই প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৮ শিশুর সফল কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। কিডনি প্রতিস্থাপন সেবা পুরোপুরি চালু রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগে ৩টি হেমোডায়ালাইসিস বেডসহ মোট ২৭টি বেড রয়েছে। শিশুদের কিডনি রোগের চিকিৎসাসেবার আরো উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা থাকবে।

সেমিনারে সভাপতিত্ব করেন শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ডা. মো. হারুন অর রশীদ, অধ্যাপক ডা. গোলাম মঈনুদ্দিন, থাইল্যান্ডের শিশু কিডনি বিশেষজ্ঞ ডা. পানচাই কিং ওয়াটা নাতুল (Dr. Panchai King Wata Natul) প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চলতি বছরের শুরুতে বিএসএমএমইউ’র শিশু কিডনি বিভাগে “কনটিনিউয়াস অ্যামবুলাটরি পেরিটোনেল ডায়ালাইসিস”সেবা চালু হয়েছে। নতুন ধরণের এ সেবা চালু হওয়ায় শিশু কিডনি রোগীরা বাসাবাড়িতেই এ ধরণের ডায়ালাইসিস সেবা নিতে পারবেন।  

এমইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।