করোনা শনাক্তে যুক্ত হলো আরও একটি ল্যাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২০

করোনাভাইরাস শনাক্তে সরকারি পর্যায়ে নতুন আরও একটি পরীক্ষাগার চালু হয়েছে। এটি স্থাপন করা হয়েছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে। এ নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে দেশে মোট করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা দাঁড়াল ৮৭টিতে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি। মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৬১৭ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে। এদিকে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে।

এমইউ/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।