টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহালের দাবি


প্রকাশিত: ১০:২৪ এএম, ২২ অক্টোবর ২০১৫

দেশের সরকারি হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অবৈধভাবে পরিচালিত মেডিকেল টেকনোলজি কোর্স অবিলম্বে বন্ধ করে জরুরি ভিত্তিতে শূন্যপদে বেকার মেডিকেল টেকনলোজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগের দাবিও জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রথা বাতিল কারায় পদোন্নতিবঞ্চিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিধায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তারা বলেন, পদন্নোতি না থাকায় যে পদে মেডিকেল টেকনোলজিস্টরা চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন সেই পদে থেকেই তাদের চাকরি থেকে অবসর গ্রহণ করতে হয়।

মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের পক্ষে বিপ্লবুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা সিটিসহ বিভিন্ন জেলার সরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টরা অংশ নেন।

এএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।