ডব্লিউএমএ কনফারেন্সে যোগ দিতে মস্কো গেলেন বিএমএ প্রতিনিধি


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১১ অক্টোবর ২০১৫

ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন (ডব্লিউএমএ) কনফারেন্সে যোগদান করতে রাশিয়ার মস্কো গেলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দুই সদস্যের প্রতিনিধি দল। আগামী ১৪ থেকে ১৭ অক্টোবর মস্কোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যোগ দিতে রোববার বাংলাদেশ ত্যাগ করেন তারা।

প্রতিনিধি দলে আছেন- বিএমএ’র সহ-সভাপতি ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক চৌধুরী ও বিএমএর আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ডা. মো. আবুল হাশেম খান।

মস্কো যাত্রার প্রাক্কালে ডা. আবুল হাশেম খান জাগো নিউজকে বলেন, ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিভিন্ন দেশের চিকিৎসক নেতাদের প্রতিনিধিদল নিজ নিজ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক অবস্থার মতবিনিময়ের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ, চিকিৎসা শিক্ষা, জলবায়ু ও পরিবেশের বিরুপ প্রভাব সম্পর্কে আলোচনা করা হবে।

এ সম্মেলনে বিএমএ`র চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (এমসিএইচ)-এর যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেন। রোববার রাতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রণালয়ে একটি গুরত্বপূর্ণ সভার কারণে তিনি যাত্রা বাতিল করেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।