বিশ্ব ক্যান্সার দিবসে পেশেন্ট ফোরাম
অ্যাপোলো হসপিটালস ঢাকা এবং সানোফি বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবসে পেশেন্ট ফোরাম আয়োজন করা হয়। অ্যাপোলো হসপিটালস ঢাকার অডিটোরিয়ামে মঙ্গলবার এ পেশেন্ট ফোরামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতায় বক্তব্য রাখেন- অ্যাপোলো ক্যান্সার কেয়ার সেন্টারের রেডিয়েশন অ্যান্ড ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য, মেডিকেল অঙ্কোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ, একই বিভাগের প্রফেসর ডা. রাজু তিতাস চ্যাকো এবং হেমাটোলজি অ্যান্ড স্টেমসেল ট্রান্সপ্লান্ট বিভাগের কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ।
এ বছর বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য ‘I Am and I Wil’। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানে পারস্পারিক আলোচনা ও তথ্য আদান-প্রদান হয়। ১০০ জনেরও বেশি ক্যান্সার সারভাইবার, রোগী ও স্বজনরা এ পেশেন্ট ফোরাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএফ/এমকেএইচ