ধূমপানের রহস্য উন্মোচন


প্রকাশিত: ০২:৪৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ -কথাটি জানার পরও কেন অত্যধিক ধূমপান করা হয় তার কারণ খুঁজে পেয়েছেন ব্রিটেনে বিজ্ঞানীদের একটি দল। এজন্যে তারা দায়ী করেছেন মানুষের শরীরের বিশেষ একটি জিনকে। তারা বলছেন, ওই জিনটির কারণেই কিছু মানুষ সিগারেটের নেশায় অতিরিক্ত মাত্রায় আসক্ত হয়ে থাকে।

চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দ্যা ল্যান্সেটে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, সারা জীবন ধরে ধূমপান করার পরেও কোনো কোনো মানুষের ফুসফুস কেনো ভালো থাকে, তার রহস্য উন্মোচন করতেও তারা সক্ষম হয়েছেন।

ব্রিটেনে ৫০ হাজারের মতো লোকের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্তে ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।