এমবিবিএস ভর্তি : আবেদনকারীর সংখ্যা অর্ধ লাখ ছাড়ালো

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩১ আগস্ট ২০১৯

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে (২০১৯-২০২০) ভর্তিতে আবেদনকারীর সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত আবেদনকারীর মোট সংখ্যা ৫২ হাজার ৩৬৫ জন হয়।

গত ২৭ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। প্রথমদিনই অনলাইনে ৩৫ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। স্বাস্থ্য অধিদফতরের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইতোমধ্যেই ঢাকার চারটি মেডিকেল কলেজের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ৯ হাজার ৯৯৯টি, মুগদা মেডিকেল কলেজের ৫ হাজার ও সোহরাওয়ার্দীর ৮ হাজার ও ঢাকা ডেন্টাল কলেজের ৬ হাজারের নির্ধারিত কোটায় আবেদন শেষ হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) ৮ হাজার কোটার মধ্যে এখন ২ হাজার ২০০ কোটা খালি রয়েছে।

আগ্রহী ভর্তিচ্ছুরা পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিয়ে অনলাইনে আবেদন করছেন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের অধীনে আগামী ৪ অক্টোবর (শুক্রবার) রাজধানীসহ সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যায় ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।

সূত্র জানায়, বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি। এর মধ্যে ৩ হাজার ৯৬৬টি সাধারণ আসন, ৮২টি মুক্তিযোদ্ধা ও ২০টি উপজাতি কোটা।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।