ফেলোশিপ গ্রহণে লন্ডন গেলেন বিএসএমএমইউ উপাচার্য

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২০ জুলাই ২০১৯

চিকিৎসা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করতে লন্ডনে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আগামী ২৩ জুলাই তাকে সম্মানসূচক ফেলোশিপ ডিগ্রি প্রদান করবে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডন। ১৯ জুলাই সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

গত বছর রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডনের প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আন্দ্রে গুড্ডার্ড ইমেইলে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার ফেলো হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আগামী ২৮ জুলাই কাতার এয়ারওয়েজের বিমানে দেশে ফিরবেন। অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে তার সহধর্মিণী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী এবং ছেলে ডা. সুদীপ বড়ুয়া লন্ডনে যান।

এমইউ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।