লিভার প্রতিস্থাপন: মা কেবিনে ছেলে আইসিইউতে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৯ জুন ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন লিভার প্রতিস্থাপনের রোগী সিরাজুল ইসলাম (২০) ও তার মা দুজনেই ভালো আছেন। সিরাজুল ইসলাম এখনও নিউরো সার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকলেও তার মাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শনিবার দুপুরে সিরাজুল ইসলাম ও তার মায়ের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ছেলে ও মা দুজনই ভালো আছেন। তাদের কারও কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি। সিরাজুল ইসলামের মাকে চারদিন আগেই কেবিনে দেয়া হয়েছে। তবে সিরাজুল ইসলামকে যে কোনো ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে আইসিইউতে রাখা হয়েছে।

এর আগে গত ২৪ জুন বিএসএমএমইউতে প্রথমবারের মতো সিরাজুল ইসলামের দেহে সফল অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করা হয়।

লিভার সিরোসিসে আক্রান্ত সিরাজুল ইসলামকে ৪৭ বছর বয়সী গর্ভধারিণী মা তার লিভারের একাংশ দান করেন।

বিএসএমএমইউর সাত সদস্যের একটি চিকিৎসক দল প্রায় ১৮ ঘণ্টা অস্ত্রোপচারে অংশ নেয়। তাদের সহায়তা করে ভারতের খ্যাতনামা লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ একটি দল।

এমইউ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।