বিদেশি বিশেষজ্ঞদের অধীনে করোনারি এনজিওপ্লাস্টির সুযোগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগে আগামী ৬ মার্চ বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞরা কিছু সংখ্যক হৃদরোগীর করোনারি এনজিওপ্লাস্টি করাবেন।

আগ্রহী রোগীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকের চারতলায় কার্ডিওলজি বিভাগে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ৮ মার্চ (শুক্রবার) বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনে বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের যৌথ উদ্যোগে হৃদরোগ বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. ইয়াংজিয়াউ, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ডা. রাজিস এম ডাবি, সুইডেনের ডা. গোরান অলিভেক্রোন, জাপানের ডা. থাকসি আকাসা ও অধ্যাপক ডা. পেটার ক্লেমম্যানসিন।

কনফারেন্সকে সামনে রেখে কিছু সংখ্যক রোগীর করোনারি এনজিওপ্লাস্ট করাবেন তারা।

বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।