দুই দিনে চট্টগ্রামের ৪০ চিকিৎসককে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:০৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

মাত্র দুই দিনের ব্যবধানে চট্টগ্রামের ৪০ চিকিৎসককে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদেরকে আদেশের দিন থেকে তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. আবুল কালাম স্বাক্ষরিত গত সোমবারের (১৮ ফেব্রুয়ারি) প্রথম আদেশে ১৭ জনকে, দ্বিতীয় আদেশে ৯ জনকে এবং পরেরদিন মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) তৃতীয় দফা আদেশে আরও ১৪ চিকিৎসককে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. আবুল কাশেম বদলি ও পদায়নের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে মোট ১০০টি উপজেলা রয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ৯১টি। ৯১টির মধ্যে ৬ জনের কম চিকিৎসক রয়েছে এমন উপজেলা হাসপাতাল ২১টি। ৬ জনের বেশি চিকিৎসক আছেন ১৮টি হাসপাতালে। অতিরিক্ত চিকিৎসক রয়েছে এমন হাসপাতালের অধিকাংশই চট্টগ্রাম মহানগরের পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় অবস্থিত।

সূত্র জানায়, বদলিকৃত চিকিৎসকদের পার্বত্য চট্টগ্রামের তিন জেলার দুর্গম পাহাড়ি উপজেলাগুলোতে পদায়ন করা হয়েছে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের উপজেলা হাসপাতালগুলোতে নতুন করে চিকিৎসক দেয়া হয়েছে।

আবু আজাদ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।