আদ্-দ্বীন হাসপাতালে ব্যথামুক্ত প্রসব সেবা শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ব্যথামুক্ত নরমাল ডেলিভারি পদ্ধতিতে সন্তান জন্ম দেন জলি

বাংলাদেশে ব্যথামুক্ত সন্তান প্রসব চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল। দেশে লাগামহীনভাবে বেড়ে যাওয়া সিজারের সংখ্যা কমিয়ে আনতে প্রথমবারের মতো ব্যথামুক্ত নরমাল ডেলিভারি কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার প্রথমবারের মতো এ পদ্ধতিতে রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা প্রেমা আঞ্জুমের সন্তান হয়েছে। এতে প্রেমা আঞ্জুমসহ তার পরিবারের সবাই খুশি।

প্রেমা আঞ্জুম এ বিষয়ে বলেন, সন্তানকে গর্ভধারণের সময় অনেক দুঃচিন্তায় সময় কাটাচ্ছিলাম। নরমাল ডেলিভারি হবে কি না? শেষ পর্যন্ত অপারেশন লাগবে কি না? এমন চিন্তায় আশার আলো দেখিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল। গর্ভবতী হওয়ার প্রাথমিক পর্যায় থেকে চিকিসাসেবা নিয়ে এখন ব্যথামুক্ত নরমাল ডেলিভারি করতে পেরে আমারা খুশি।

এ বিষয়ে আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আগামী প্রজন্মকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হিসেবে গড়তে অপারেশনের চেয়ে নরমাল ডেলিভারির ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। যেসব মায়েরা গর্ভবতীর প্রাথমিক পর্যায়ে আদ্-দ্বীন হাসপাতালের সেবা নিয়ে থাকেন, তাদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ নরমাল ডেলিভারি হয়।

তিনি আরও বলেন, ব্যথামুক্ত নরমাল ডেলিভারির জন্য গর্ভধারণের পর থেকে আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা জরুরি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত বিভিন্ন টেস্ট দেবেন এবং গর্ভের বাচ্চার অবস্থান লক্ষ্য করবেন। যদি সব কিছুু ঠিক থাকে তাহলে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সম্ভব।

জানানো হয়, গর্ভধারণের শুরু থেকে অভিভাবক ও মায়েদের কাউন্সেলিং প্রয়োজন। সবাই সচেতন হলে এ পদ্ধতিতে সন্তান প্রসবের ক্ষেত্রে একটি বিপ্লব ঘটবে। কারণ, বর্তমানে প্রসবের ৭০ থেকে ৮০ ভাগ অপারেশনের মাধ্যমে হয়ে থাকে। বাংলাদেশে এটি প্রসবকালীন একটি বড় দুঃশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।