মিটফোর্ড হাসপাতালে বিনামূল্যে নাক কান গলা অপারেশন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০১৯

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের নাক, কান, গলা বিভাগের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় বিদেশি স্বনামধন্য চিকিৎসকরা অংশগ্রহণ করবেন এবং বিনামূল্যে নাক, কান, গলার অপারেশন করবেন।

বিদেশি চিকিৎসকরা হলেন- ডা. সতিশ যেইন, পরিচালক, যেইন ইএনটি হাসপাতাল, জয়পুর (ভারত) ডা. সুদিপ্ত চন্দ্র, কলকাতা (ভারত), ডা. আদিত্তিয়া ইয়ালকার, পুনে (ভারত)। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের রেজিস্ট্রার (ইএনটি) ডা. মো. শাহারিয়ার ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের নাক বাঁকা, নাক বোঁচা, নাকের বিকৃতি রয়েছে কর্মশালায় তারা বিনামূল্যে অপারেশনের সুযোগ পাবেন। এ ছাড়া এন্ডোসকপির মাধ্যমে নাকের পলিপ, নাকের টিউমার, পিটুইটারি টিউমার, কানের টিউমার, গলার ক্যান্সারের অপারেশন বিনামূল্যে করা হবে। আগ্রহী রোগীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে যোগাযোগ করতে পারবেন।

যোগাযোগের ঠিকানা

অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, মোবাইল নম্বর- ০১৭০৫৩৭৩৩৫৩, ০১৫৫২৩০৬৭৭২; ডা. মো. রাফিউল আলম, রেজিস্ট্রার (ইএনটি), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, মোবাইল নম্বর- ০১৭২৪৪৭৭৯০৯।

এমইউ/আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।