আহসান উল্লাহ মাস্টার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৭ জানুয়ারি ২০১৯

গাজীপুরের টঙ্গীতে ৫০ শয্যার শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিত করে সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ১১ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে ২৫০ শয্যায় উন্নিতকরণ ও সেবা কার্যক্রম চালু-সংক্রান্ত সব বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন পালনের শর্তে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়।

গত ২ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা ইউনিট-১ এর উপ-সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।

এমইউ/জেএইচ/পিআর/এসজি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।