বিএসএমএমইউতে ছয় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৫ আগস্ট ২০১৫

জাতীয় শোক দিবসে শনিবার ছয় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকরা।
 
শনিবার সকাল ৯টা থেকে হাসপাতালের বহির্বিভাগে ৯৯টি কক্ষে ২১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক মোট ৬ হাজার ৩শ’ ৮৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

ভোর থেকেই শত শত রোগী হাসপাতালের বহির্বিভাগে ভিড় জমান। চিকিৎসকরা ৩ হাজার ৭শ’ ৮৫ জন রোগিকে মেডিসিন অনুষদে, সার্জারি অনুষদে ২ হাজার ৩শ’ ৮৩ জন এবং দন্ত অনুষদে ২শ’ ১৯ জন রোগীকে চিকিৎসা দেন।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ‘রোগীর সেবায় হই আরো যত্মবান’ এ থিমকে সামনে রেখে ৪০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

যে সব বিভাগে এ চিকিৎসাসেবা প্রদান করা হয় সেগুলো হলো- ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজি, ফিজিক্যাল মেডিসিন, বক্ষব্যাধী উইং, শিশু, শিশু কিডনি, শিশু গ্যাস্ট্রো, শিশু হেমাটো-অনকোলজি, নিউরোলজি, কিডনি, হেমাটোলজি, লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি, রিউমাটোলজি, নবজাতক, চর্ম ও যৌনব্যাধী, ক্যান্সার, অ্যান্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস ও হরমোন), মনোরোগ বিদ্যা, সার্জারি, নাক, কান ও গলা, গাইনি, চক্ষু, অর্থোপেডিক সার্জারি, ইউরোলজি, নিউরো সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ভাসকুলার সার্জারি, শিশু সার্জারি এবং পেইন অ্যান্ড পেলিয়েটিভ কেয়ার মেডিসিন।

সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ সেবা কর্মসূচির শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ,  কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, পরিচালক (অর্থ ও হিসাব) মো. ছিদ্দিকুর রহমান ভূঁইঞা, পরিচালক (মানব সম্পদ ডা. মো. জামাল উদ্দিন খলিফা), সহকারী প্রক্টর ডা. মো. আবু তাহের, সহকারী প্রক্টর ডা. এসএম মোস্তফা জামান, সহকারী অধ্যাপক ডা. রেজাউল আমিন টিটো, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, চিফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. মোখলেস উজ জামান প্রমুখ।

এমইউ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।