স্তন ক্যান্সার সচেতনতায় গোলটেবিল বৈঠক রোববার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফোরাম (বিবিসিএএফ) এবং রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১-এর যৌথ উদ্যোগে সোমবার (১ অক্টোবর) থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে। স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজধানীসহ সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে।

এ বছর কর্মসূচির মূল প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধ পানে স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়’।

কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি জানান, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এর গ্লোবোকন -২০১৮ জরিপ অনুসারে, প্রতি বছর ১২ হাজার ৭৬৪ জন নারী ক্যান্সারে আক্রান্ত হন। তাদের মধ্যে শতকরা ১৯ ভাগ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। তবে দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও দ্রুত শনাক্তকরণের মাধ্যমে স্তন ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য ব্যাপক জনসচেতনতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এমইউ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।