চার সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

নেত্রকোনা, চাঁদপুর, নওগাঁ এবং মাগুরা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। রোববার এ নিয়োগ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদফতরের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সহযোগী অধ্যাপক ডা. এ কে এম সাদিকুল আজমকে নেত্রকোনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদফতরের ওএসডি অধ্যাপক (শিশু সার্জারি) ডা. জামাল সালেহ উদ্দীন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদফতরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল বারী নওগাঁ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ পেয়েছেন এবং ফরিদপুর মেডিকেল কলেজে অধ্যাপক ডা. অলোক কুমার সাহাকে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরএমএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।