রাজধানীতে ৮০ শতাংশ কলেরা ছড়ায় পরিবার থেকে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০৮ এএম, ২৬ জুন ২০১৮

রাজধানী ঢাকায় ৮০ শতাংশ কলেরা পরিবার থেকে ছড়ায়। একটি পরিবারে কোনো একজন সদস্য কলেরায় আক্রান্ত হলে ওই পরিবারে একই গৃহস্থলি সামগ্রী (রান্নার পাত্র ও একই সঙ্গে খাবার গ্রহণ) ব্যবহারের কারণে পরবর্তী পাঁচদিনের মধ্যে অন্য সদস্যদের মধ্যে কলেরা সংক্রমিত হয়। ঝুঁকিপূর্ণ এ প্রক্রিয়ায় কলেরা সংক্রমণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

সোমবার কলেরা নিয়ন্ত্রণ কৌশল নির্ধারণে জনস্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে ‘ন্যাচার জেনেটিকস’ নামে প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

মেগাসিটি ঢাকায় বছরে দুইবার কলেরার সংক্রমণ ঘটে। কলেরার সংক্রমণ কী কারণে ঘটছে, প্রতিরোধে কী করণীয় তা খতিয়ে দেখতে গবেষকরা ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি কলেরা রোগীদের ১০৩টি পরিবারের ২২৪ ব্যক্তির কাছ থেকে ৩০৩টি ভিব্রিও কলেরার নমুনা সংগ্রহ করেন।

গবেষণায় দেখা যায়, যে সকল নমুনা সংরক্ষণ করা হয়েছে সেই পরিবারের সদস্যরাই পাঁচদিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ গবেষণার প্রধান গবেষক ড. ডেরিল ডমম্যান বলেন, পরিবারের একজন সদস্যের মাধ্যমে অন্যদের মাঝে কলেরা সংক্রমণ প্রতিরোধ করা গেলে কলেরায় আক্রান্তের সংখ্যা হ্রাস পাবে।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।