ক্যান্সার ওষুধের কাঁচামালে শুল্ক রেয়াত সুবিধার প্রস্তাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৭ জুন ২০১৮

প্রস্তাবিত জাতীয় বাজেটে ক্যান্সার প্রতিরোধক ওষুধ ও দেশে উৎপাদিত ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বা এপিআই কাঁচামালের শুল্ক রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে (২০১৮-১৯ অর্থবছর) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পে বর্তমানে বিশ্বমানে পৌঁছে গেছে। বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে। প্রচুর সম্ভাবনাময় এ খাতকে আরও বিকশিত করার জন্য এ শিল্পে ব্যবহৃত বেশ কিছু কাঁচামালে শুল্ক রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করেন।

এছাড়া নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরত্ব দিয়ে ক্যান্সার ও কিডনি জাতীয় রোগের প্রতিষেধক হিসেবে ইরিথরোপোটিন (erythropoietin) নামীয় ওষুধকে আমদানি পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের সুপারিশ করেন অর্থমন্ত্রী।

এমইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।