বিএসএমএমইউর শিশু বিভাগের নতুন ডিন চৌধুরী ইয়াকুব জামাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩০ মে ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু অনুষদের ডিন নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামালকে শিশু অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ছাড়াও উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানসহ শিশু অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমইউ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।