সুইজারল্যান্ড গেলেন স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৯ মে ২০১৮
ছবি-ফাইল

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ৭১তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার তিনি এমিরেটস এয়ারলাইন্স যোগে ঢাকা ত্যাগ করেন।

২০ মে কমনওয়েলথ স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে এশীয় অঞ্চলের মন্ত্রীদের পক্ষে বক্তব্য রাখবেন। ২২ মে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্লেনারি অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাফল্য এবং এমডিজি অর্জনে গৃহীত কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখবেন।

২১ মে থেকে ছয়দিন ব্যাপী এই সম্মেলন জেনেভার প্যালেস দ্য নেশনস এর অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যমন্ত্রী জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ভারতের স্বাস্থ্য ও আয়ুশ মন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন।

স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

২৬ মে স্বাস্থ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এমইউ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।