স্বাস্থ্য অধিদফতরের ১৪ কর্মকর্তাকে পদোন্নতি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৪ মে ২০১৮

সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সুপারিশে ও রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে চাকরি অভিজ্ঞতা প্রমার্জনা করে স্বাস্থ্য অধিদফতরের ১৪ কর্মকর্তাকে পরিচালক ও সমমানের পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৩য় গ্রেড টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/ বেতনক্রমে এ পদোন্নতি প্রদান করে বদলি/পদায়ন করা হয়।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল শাখা-২ এর যুগ্মসচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

পদোন্নতি প্রাপ্তরা হলেন ডা. খালেদা ইসলাম, পরিচালক (পিএইচসি) স্বাস্থ্য অধিদফতর, ডা. শের মোস্তফা সাদিক খান, পরিচালক (ন্যাশনাল এইডস অ্যান্ড এসটিডি কন্ট্রোল) স্বাস্থ্য অধিদফতর, ডা. মো. সাদেকুল ইসলাম, পরিচালক (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্বাস্থ্য অধিদফতর, ডা. মো.আব্দুস সালাম, যুগ্মপরিচালক (নিটোর), ডা.খাজা আব্দুল গফুর , পরিচালক (অর্থ) স্বাস্থ্য অধিদফতর, ডা. রুসেলি হক, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ও লাইন ডিরেক্টর প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিসার্চ (পিএমআর) স্বাস্থ্য অধিদফতর, ডা. মো. তৌফিক উদ্দিন, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিচালক) স্বাস্থ্য অধিদফতর, ডা. মো. হারুন অর রশীদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (মেডিকেল এন্টামোলজি) আইইডিসিআর মহাখালী, ডা. মো. মাহবুবুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) বরিশাল বিভাগ, ডা. মো. আব্দুল কাদির, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিচালক) স্বাস্থ্য অধিদফতর, ডা. মো. সোহরাওয়ার্দী, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিচালক) স্বাস্থ্য অধিদফতর, ডা. মো. আনিসুর রহমান, পরিচালক (রাজশাহী বিভাগ), রাজশাহী, ডা. শহীদ মো. সাদিকুল ইসলাম, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিচালক) স্বাস্থ্য অধিদফতর, ডা. মো. আবদুল গনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিচালক) স্বাস্থ্য অধিদফতর।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।